আজিজ আহমেদঃ নানা ঝল্পনা-কল্পনার মধ্য দিয়ে শেষ হয়েছে নোয়াখালীর চাটখিল পৌরসভার নির্বাচন।
এই পৌরসভার আওতায় মোট ভোটার ২৪৯৩৬ জন। দলীয় প্রতিকে ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী থেকে ৩ জন মেয়র পদে লড়াই করেছেন।
এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ভিপি নিজাম উদ্দিন পেয়েছেন ১১৪৭৮ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ২৯৬১ ভোট।
ভোট শেষে উপজেলা নির্বাচন অফিসে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নিবার্চন অফিসার মো. জাকির হোসেন।
ভিপি নিজাম উদ্দিনের বিজয়ে চাটখিল বাসী খুব আনন্দ প্রকাশ করেছে সেইসাথে রাজনৈতিক ব্যাক্তিরা এইসময় ফুলের শুভেচ্ছা ও আনন্দ উল্লাস করতে দেখা যায়।
সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন কর্মকর্তারা এইসময় নবনির্বাচিত মেয়র সহ প্রসাশনের সকল ব্যক্তিকে সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এইসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, জেলা রিটানিং অফিসার রবিউল আলম, বিভিন্ন ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক ব্যাক্তি, বিজয়ী কাউন্সিলর সহ বিভিন্ন নেতাকর্মীরা।