আজিজ আহমেদঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর বানিজ্যিক শহর চৌমুহনীর প্রান কেন্দ্রে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড সুজুকি বাইক জোন ( সেলস্, সার্ভিস, স্পেয়ার্স) এর শুভ উদ্বোধন করা হয়।
রবিবার সন্ধ্যা ৬ টায় চৌমুহনীর করিমপুর রোডে প্রতিষ্ঠানের পরিচালক, আবদুল্লাহ আল মামুন ও জাহাঙ্গীর আলমের সার্বিক পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, নোয়াখালী- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল সহ বিভিন্ন ব্যবসায়ী,রাজনৈতিক নেতা, সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসী।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায়, বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।