মোঃআজিজুর রহমান, নোয়াখালী হাতিয়া হতে-
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ০১নং হরণী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আল-আমীন।
আরো উপস্থিত ছিলেন –
মোঃ তাহিদুল ইসলাম তছলিম -সভাপতি ০১নং হরণী ইউনিয়ন আওয়ামিলীগ।
মোঃ আশরাফ আহমেদ -সাধারণ সম্পাদক ০১নং হরণী ইউনিয়ন আওয়ামিলীগ।
মোঃ আবুল কালাম -সভাপতি ০১নং হরণী ইউনিয়ন যুবলীগ।
মোঃ শাহেদ উদ্দিন -সাধারণ সম্পািদক ০১নং হরণী ইউনিয়ন যুবলীগ।
মোঃ বেলায়েত হোসেন শাহরাজ-সভাপতি ০১নং হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।
মোঃ রহমান উদ্দিন -সদস্য হাতিয়া উপজেলা আওয়ামী লীগ।
মোঃ আকবর হোসেন -সিনিয়র সহ-সভাপতি ০১নং হরণী ইউনিয়ন যুবলীগ।
উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন ছারোয়ার হোসেন লিটন -সভাপতি ০১নং হরণী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দগণ শ্রমিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। এবং শ্রমিকদেরকে সততা ও নিষ্টার সাথে ঐক্যবদ্বভাবে কাজ করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনে ০১নং হরণী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড ও চেয়ারম্যান ঘাট শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়।