ফরিদপুর প্রতিনিধিঃঃ ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথের ব্যক্তিগত পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামানের হাতে অসহায় শীতার্ত মানুষের জন্য পাচঁশত পিস কম্বল তুলে দেয়া হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর পুলিশ সুপারের অফিস রুমে এই কম্বল তুলে দেয়া হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা, নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ সাহা তনু, ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম অহিদ, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, সুরজিৎ কুন্ডু, গোপাল রায় প্রমূখ।