ফরিদপুর প্রতিনিধিঃ ঘরে বসে চিকিৎসা নিন নৌকা মার্কায় ভোট দিন। এ স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগ মনোনীত ফরিদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী অমিতাভ বোস এর সমর্থনে ফ্রী মেডিকেল ক্যাম্প বুধবার সকালে আলীপুর উদয়ন সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা। বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আলী আশরাফ পিয়ার, মাহফুজুর রহমান বিকু, ইশতিয়াক আরিফ, জাকির হোসেন তালুকদার, সোহেল সুজন, খন্দকার মাসুদ, মোস্তফা খান, রাহাত খান অজিত কবে স্বাধীন প্রমুখ।
নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে অমিতাভ বোস এর সমর্থনে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।