ফরিদপুর প্রতিনিধিঃ সরকারি হাসপাতালে দুর্নীতি লুটপাট। ও অব্যবস্থাপনার প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সদর হাসপাতালের সামনে এক প্রতিবাদ সভা রবিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল ভাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট অমিত মজুমদার, আবুল কালাম আবরার নাইম ইতু প্রমূখ। সভায় বক্তারা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
তারা রোগ শনাক্তকরণের নামে রোগীদের হয়রানির প্রতিবাদ করেন। এছাড়া যাতে সাধারণ রোগের চিকিৎসা পায় সেই ব্যবস্থা করার জন্য সরকারের নিকট জোর দাবি করেন।
এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।