ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আবাহনী ক্রীড়া চক্রর সাবেক খেলোয়াড় রাজেশ গুহ মদন (৪৪) আজ দুপুরে বরিশালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শুক্রবার তাঁর শেষকৃত্য পৌর শ্মশান ঘাট অম্বিকাপুরে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।