ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত পুলিশ প্রিমিয়ার লিগ এ সুপার এইট পর্বের খেলায় জয় লাভ করে সেমিফাইনালে উঠেছে ভাঙ্গা রিজাভ একাদশ ও কিংস্টার ফরিদপুর ।
শনিবার রাতে পুলিশ লাইন হাই স্কুল এর মাঠে আরম্ভ হয়েছে।
সুপার এইট পর্ব এতে প্রথমে খেলায় মোকাবেলা করে ভাঙ্গা রিজার্ভ একাদশ বনাম মাস্টার কলোনি ক্রিকেট একাদশ। এই ম্যাচে ভাঙ্গা রিজার্ভ একাদশ ৩: উইকেটে মাস্টার কলোনি একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। নির্ধারিত ৭ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মাস্টার কলোনি একাদশ ১৯ রানে অলআউট হয়। জবাবে ভাঙ্গা রিজার্ভ একাদশ ৪ উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করে।
রাতের পরের ম্যাচে কিং স্টার ফরিদপুর ক্লাব ৩ রানে হারায় কিং স্টার ক্লাব কে।
প্রথমে ব্যাট করতে নেমে কিংস্টার ফরিদপুর ক্লাব ৫২ রান সংগ্রহ করে। জবাবে কিং স্টার ক্লাব ৪৯ রানে সবকয়টি উইকেট হারায়। এ সংবাদ লেখা পর্যন্ত আরো দুটি খেলা আজ রাতে অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।