ফরিদপুর প্রতিনিধিঃ তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের নামে আলেম-ওলামাদের নামে মিথ্যাচার , দেশব্যাপী ধর্মীয় মাহফিলে বাধা , এবং মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে এতে সভাপতিত্ব করেন বলতো এমাদ উল্লাহ, বক্তব্য রাখেন মাওলানা সাইফুদ্দিন, মাওলানা মিজানুর রহমান, আব্দুল করিম, আবু নাসের প্রমূখ।
সভায় বক্তারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানান। তারা মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন সময়ে কার্যক্রমের সমালোচনা করেন এবং এর অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।