মাসুদ মীর, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিক্ষা অফিসারের রুমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, উপজেলা শিক্ষা অফিসার এর অফিস কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনায় অফিসের গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্রসহ রুমের ভিতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়।
সোমবার ৪ জানুয়ারি রাত আনুমানিক দুইটার দিকে এই ঘটনাটি ঘটে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী।
বিদ্যুতের শর্ট সার্কিট এর কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
এ বিষয় নিশ্চিত হয়ে বলেন ফকিরহাট উপজেলার উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ তানভীর রহমান।