মোঃ ইব্রাহিম হোসেন শার্শা উপজেলা প্রতিনিধিঃযশোরের নওয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা, মোবাইল ফোন ও নগদ টাকা সহ সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬।আটক মোঃ সাদ্দাম হোসেন (২৬) সে যশোরের শার্শা থানার দূর্গাপুর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।
যশোর র্যাব-৬ জানায়, সোমবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পনী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন (এক্স) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোরের অভয়নগর থানাধীন নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালকালে ০১ কেজি গাঁজা, ০২টি মোবাইর ফোন, নগদ ৪০৫০টাকা সহ সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে ২০১৮ সনের সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী নং ১৯ (ক) ধারায় মামলা দিয়ে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।