রফিকুল ইসলাম সুমন, (সেনবাগ ) :নোয়াখালীর সেনবাগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১২১তম এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়।
রবিবার সকাল ১১ টায় উপজেলার সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে কাতার সেন্টারের ২য় তলায় উক্ত শাখার শুভ উদ্বোধন করা হয়।
সেনবাগ ফাজিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট
মাওঃ আমিরুজ্জামানের সভাপতিত্বে ও কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওঃ আখতারুজ্জামান ফয়েজীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,এজেন্ট নূরজাহান এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ মনির আহাম্মদ খাঁন।
প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেনবাগ শাখার ব্যবস্থাপক এ কে এম গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সেনবাগ শাখার সিনিয়র অফিসার নিজাম উদ্দিন।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুজ্জামান স্বপন, মোঃপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন,সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তফা শামসুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের সহ প্রমুখ নেতৃবৃন্দগন। এসময় প্রায় ৩ শতাধিক স্থানীয় লোকজন ও অতিথির সমাগম ঘটে।
পরবর্তীতে ফিতা কেটে উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয় ও ভবিষ্যৎ শুভকামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।