মোঃ আজিজুর রহমান, হাতিয়া: হাতিয়া উপজেলার আওতাধীন ০১ নং হরণী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ০৬ নং ওয়ার্ড ও চেয়ারম্যান ঘাট জাতীয় শ্রমিক লীগের কমিটি ২০২১ ঘোষণা করা হয়।
০১ নং হরণী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবদুর রহিম।তাকে ০৬ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করায় তিনি খুবই আনন্দিত। এবং তিনি ০৬নং ওয়ার্ডের শ্রমিকদের সকল প্রকার ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন।
সুখে দুঃখে সব সময় শ্রমিকদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।সবশেষে তিনি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।