প্রতিবাদী কন্ঠস্বরের
বিপ্লবী এক নেতা,
বুকে তাহার ভীষণ সাহস
কর্মে দৃঢ়’চেতা।
সত্যকথা বলতে তাহার
কাঁপে নাতো উরু,
তিনি হলেন সাবেক ভিপি
ভাই নুরুল হক নূরু।
কন্ঠবানে অগ্নি শিখা
দাউ দাউ করে জ্বলে,
অন্যায় কাজে সবার আগে
তিনি কথা বলে।
দেশের কথা দশের কথা
ভাবেন রাত্রি দিবা,
হালকা পাতলা দেহের গঠন
কিন্তু বারূদ গ্রীবা।
ন্যায়ের কথা বলার তরে
তার উপরে হামলা,
কন্ঠ বোমা নিস্তেজ করতে
ধর্ষণের এই মামলা।