ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ঢাকা জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের উপরে পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বেলা দুইটায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আদনান হোসেন অনু সভাপতিত্ব এ মিছিলে ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস, মোফাজ্জেল হোসেন মিঠু, আব্দুল্লাহ আল মামুন রতন , হেমায়েত হোসেন প্রমূখ।
সভায় মিছিল থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির জন্য বিভিন্ন রকম স্লোগান দেয়া হয়।
মিছিল শহর প্রদক্ষিণ করে। ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।